তারা কি আদৌ আমাদের ছেড়ে চলে যায় New Bangla emotional shayari


বন্ধুরা আমাদের আজকে ব্লগের আলোচনার বিষয়বস্তু হলো ছেড়ে যাওয়া নিয়ে। তো দেখবা আমরা যত বড় হতে থাকি ততই আমাদের পাশ থেকে মানুষ এক এক করে কমতে থাকে এটা মানো তো?? আমি মানি কারণ আমার নিজের সাথেই এইটা হয়েছে। আমরা যত বড় হই আমাদের বয়স যত বাড়তে থাকে, ততো আমাদের জীবন থেকে সরলতা গুলো হারিয়ে যায়। সময়টা কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারিনা। কত তাড়াতাড়ি আমাদের জীবনটা কেমন complicated হয়ে যায়। এই কদিন আগেই জীবনটা কত সুন্দর ছিলো, রঙিন ছিলো। হঠাত করেই একগাদা অভিমান, একগাদা রাগ, হিংসা, মারামারি, competition সমস্ত কিছু ঢুকে যায়। আর আমরা ফেঁসে যাই। ফেঁসে যাই কোথায় যে নিজেদের মধ্যেই নিজেরা ফেঁসে যাই। আমরা নিজেদের সাথে অন্যদের compare করতে শুরু করি। আমরা নিজেদেরকে ছোট ভাবতে শুরু করি। হয় না এটা?


দেখ, আসলেই কি আমাদের কেউ ছেড়ে যায়, নাকি প্রত্যেকেই নিজের নিজের পথ বেছে নেয়?? ব্যাপারটা ভালো করে বুঝবে। আমার মনে হয় কেউ আমাদেরকে ছেড়ে যায় না। সবাই নিজেদের পথ নিজেরা বেছে নেয়। একটা ছোট উদাহরণ দেই, মনে করো তুমি যখন ক্লাস টেনে পড়তে, তখন তোমরা সব বন্ধুরা একসাথে পড়তে হাসাহাসি দৌড়াদৌড়ি লাফালাফি করতে। বা মনে করো তুমি সেই বন্ধুটা বা বান্ধবীটার পাশে বসে গল্প করতে যার পাশে বসে তুমি আড্ডা দিতে, যার সাথে তুমি টিফিন ভাগ করে নিতে, যার সাথে স্কুল ছুটির পর একসাথে বাড়ি যেতে। এবার দেখো এস এস সি পরীক্ষা শেষ করেই তোমার সেই বন্ধু হয়তো চলে গেলো কমার্সে বা সাইন্সে বা তুমি চলে গেলে আর্থসে। এখন তো আর পাশাপাশি বসা হয় না বসা কি হয়তো আর সেভাবে দেখাই হয় না।


আর এভাবেই সময় গড়ালো বছর গড়ালো আর একদিন তোমার স্কুল জীবনও শেষ হয়ে গেলো। যেই বন্ধুটার পাশে তুমি বসতে, সে বন্ধুটা আজ আর তোমার বন্ধু নয়। বা হয়তো বন্ধু কিন্তু আগেই মতো বন্ধুত্বটা নেই। আগের মতো কথা হয় না (মাঝে মাঝে হয়তো কথা হয়)কিন্তু সেই ব্যাপারটি কি আছে আর? নেই☺। সে কি ছেড়ে দিয়ে গেছে তোমায় নাকি তুমি ছেড়ে দিয়োছো? No তার রাস্তা অন্য ছিলো তাই সে অন্য রাস্তায় চলে গেছে। সেই রাস্তায় তার যারা বন্ধু হয়েছে তাদের সাথে সে ভালো আছে। তুমি চলে গেছো অন্য রাস্তায় সেই রাস্তায় তোমার যারা বন্ধু হয়েছে, তাদের সাথে তুমি ভালো আছো। ভালো থাকাটাই আসল। কাউকে আটকে রাখা যায় না কাউকে আটকে রেখে তুমি কিচ্ছু পাবে না। যে যার নিজের পথে ঠিক নিজেরা চলে যাবে।


মৃত্যুও তো তাই। পারবে কাউকে আটকে রাখতে সারাজীবনের জন্য। যখন যার সময় হয় তখন সে চলে যায় দূর পাহাড়ে, দূর আকাশে। পরী হয়ে থেকে যায়, তারা হয়ে থেকে যায়। কেই তোমার থেকে দূরে যাচ্ছে না। সবাই তাদের লাইফটাকে একটা streamlined জায়গায় আনতে চায়। তোমার বন্ধু কারা হবে, যে stream এ তুমি আছো তারাই তোমার বন্ধু হবে। এখন তোমার যদি মনে হয় যে সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তাহলে সেইটা ভুল। বরং এটা বলা ভালো যে তুমি, তোমার মতো মানুষদের বন্ধ বানাতে পারছো না। তুমি তাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করছো যারা তোমার মতো নয়। তাদের একটা আলাদা গ্রুপ রয়েছে। বড় হবার সাথে সাথে তারা নতুন interest গুলো দেখছে সেদিকে চলে যাচ্ছে তারা। তোমাকে সে আর সময় দিতে পারছে না। তোমার মনে হচ্ছে যে সে তোমায় use করছে বা সে তোমায় ছেড়ে চলে যাচ্ছে এসব কিচ্ছু নয়। প্রত্যেকের নিজের লাইফ আছে। প্রত্যেকে নিজের লাইফে এগিয়ে যাচ্ছে।


so move on এসমস্ত ভাবনা চিন্তার মধ্যে থেকো না। move on করতে শেখো। নিজের একটা গ্রুপ বানাও, নিজের একটা সার্কেল বানাও এবং নিজের একটা specific point of interested জায়গা তৈরী করো। Now what is point of interest? যেমন আমি একজন ইউটিউবার। আমার বন্ধু বান্ধবদের মধ্যে যারা রয়েছে তাদের বেশিরভাগই ইউটিউবার তারা কন্টেন্ট তৈরি করে।ধরো তুমি একজন freelancer তোমার বন্ধু হওয়া উচিত আরো অনেক freelancers অর্থাৎ বেসিক friends circle যারা তোমাকে বুঝবে নইলে তোমাদের আলোচনাই তো কিছু হবে না conversationই তো হবে না আমার মনে হয় বুঝতে পেরেছো। যখন এইসকল point of interest বন্ধুগুলোকে এক জায়গায় আনতে পারবে দেখবে কেউ ছেড়ে যাচ্ছে না সবাই একসাথে আছে তুমি নিজের point of interest এর বন্ধু তৈরি করো।


তো এই ছিলো আজকে ব্লগ আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ডান পাশে থাকা Follow অপশনে ক্লিক করে আমাদের সাইটাকে ফলো দিয়ে রাখবা। আর তোমার কোনো মতামত থাকলে তা অবশ্যই comments এ জানাবা … আরো পড়ুন 

Post a Comment

0 Comments